কানাডায় ‘হান্টলে শলার অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি ফাবিহা

কানাডার কার্লটন ইউনিভার্সিটিতে অধ্যায়নরত বাংলাদেশী ছাত্রী ফাবিহা বুশরা মর্যাদাপূর্ণ ‘হান্টলে শলার অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। ফাবিহা কার্লটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে পড়াশোনা করছেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনীতি বিষয়ে সবচেয়ে ভালো গবেষণাপত্রের জন্য ফাবিহা ২০১৯ সালের জন্য এই অ্যাওয়ার্ড লাভ করেন।

এতে আরও বলা হয়, অর্থনীতি বিভাগের প্রধানের সুপারিশক্রমে গ্র্যাজুয়েট এবং পোস্ট ডক্টরালবিষয়ক ডিন প্রতিবছর মেধাবী গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের মাঝে এই অ্যাওয়ার্ড প্রদান করেন।

চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনাতি গ্রামের ফাবিহা কার্লটন ইউনিভার্সিটিতে এ বছর অর্থনীতিতে এমএ ডিগ্রি সম্পন্ন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফাবিহা ২০১৯ সাল থেকে শুরু হওয়া অর্থনীতিতে পিএইচডি কর্মসূচিতেও অন্তর্ভুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seo