খুলনা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে ভর্তির আবেদন গ্রহণ
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন কাল রোববার থেকে অনলাইনে নেওয়া শুরু হবে। এটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আটটি স্কুলের অন্তর্ভুক্ত ২৯টি ডিসিপ্লিনের ২০১৮ অথবা ২০১৯ সালে এইচ এসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। আগামী ২ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।