জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির রিলিজ স্লিপের আবেদন ২৭ অক্টোবর শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান)
ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৭ অক্টোবর বিকেল
চারটা থেকে শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
জাতীয়
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত)
মো. ফয়জুল করিম জানান, এই ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থী মেধা তালিকায়
স্থান পাননি কিংবা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা মেধা তালিকায়
ভর্তি হয়ে পরবর্তী সময়ে ভর্তি বাতিল করেছেন, সেসব প্রার্থী প্রথম রিলিজ
স্লিপে আবেদন করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে জানা যাবে।