ঢাকায় শ্বেতশুভ্র দোলনচাঁপার সৌরভ

বর্ষার ফুল দোলনচাঁপা। গত রোববার শাহবাগের একটি ফুলের দোকানে। ছবি: প্রথম আলোশেষ বিকেলে থমথমে হয়ে আছে বর্ষার আকাশ। একটু আগে সামান্য বৃষ্টি হয়ে গেলেও অস্বস্তিকর গরম কাটেনি। এর মধ্যেই খামারবাড়ি মোড়ে যানজটে আটকে থাকা অবস্থায় পেট্রল পোড়া গন্ধ ছাপিয়ে নাকে এল তীব্র সুগন্ধ। দেখা গেল, হাতে কয়েকটি দোলনচাঁপার তোড়া নিয়ে গাড়ির জানালায় টোকা দিচ্ছে ফুল বিক্রেতা দুই কিশোরী।
শ্বেতশুভ্র দোলনচাঁপা এমনই এক ফুল, তীব্র সুগন্ধই যার অস্তিত্ব জানান দেয়। এখন দোলনচাঁপা ফুল ফোটার সময়। নগরের ফুলের দোকানগুলোতে বাহারি জাতের ও বহু বর্ণের ফুলের দেখা মিললেও বেশির ভাগ ফুলেরই কোনো সৌরভ থাকে না। তবে যে দোকানে দোলনচাঁপা বিক্রি হচ্ছে, সেই দোকানসহ আশপাশের বাতাসেও এই ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে।
Source : Prothom alo