পদার্থে নোবেল পেলেন ৩ জন

মহাবিশ্ব নিয়ে ‘যুগান্তকারী’ আবিষ্কারের জন্য এবার তিন বিজ্ঞানীকে পদার্থে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আজ মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী হিসেবে জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজের নাম ঘোষণা করা হয়।

জেমস পেবলস কানাডীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং অন্য দুজন সুইস নাগরিক।

মহাবিশ্বের বিবর্তনবিষয়ক গবেষণা ও দূরবর্তী একটি গ্রহ আবিষ্কারের কৃতিত্বের জন্য ওই তিন বিজ্ঞানীকে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে। দূরবর্তী গ্রহটি ১৯৯৫ সালে আবিষ্কার করা হয়, যা সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে।

নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seo