বাংলাদেশী নিহত দুর্ঘটনায়, সিঙ্গাপুর
বাংলাদেশী নিহত দুর্ঘটনায়, সিঙ্গাপুরের আবাসিক এলাকা সেংকংয়ের একটি নির্মাণাধীন ভবনে গত শুক্রবার সকালে দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক (৩৭) নিহত হয়েছেন। নির্মাণাধীন ভবনটিতে চলতি বছর এ নিয়ে দুবার দুর্ঘটনা ঘটল। সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মালপত্র তোলার একটি ক্রেন ঘোরানোর সময় ক্রেন ও ধাতব ব্যারিকেডের মধ্যে আটকা পড়েন ওই শ্রমিক। হি ঝান নামের একটি নির্মাণ-প্রতিষ্ঠানে কাজ করতেন ওই শ্রমিক। ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সেংকং জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মন্ত্রণালয়টি বলেছে, পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে। ওই নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান কেন-পল। দুর্ঘটনার বিষয়টি তদন্তাধীন থাকায় এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। গত মার্চে ওই নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিক নিহত হন।
ষ্টেটস টাইমস, সিঙ্গাপুর