মাটির দেয়ালে শত বছরের পুরোনো মুদ্রা

উদ্ধার করা পুরোনো মুদ্রা। প্রথম আলো
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ১০০ বছরের বেশি পুরোনো ৩৪টি মুদ্রা জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার আক্কেলপুর থানার পুলিশ উপজেলার গণিপুর উত্তরপাড়াগ্রাম থেকে মুদ্রাগুলো জব্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের একটি পুরোনো বাড়ি ভাঙার সময় শ্রমিকেরা মাটির দেয়াল খুঁড়তে গিয়ে একটি ছোট্ট পাতিলের ভেতরে কিছু মুদ্রা পান। মুদ্রাগুলোকে ‘গুপ্তধন’ বিবেচনা করে শ্রমিকেরা নিজেদের মধ্যে এগুলোর ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়লে ঘটনাটি বাইরে জানাজানি হয়। এরপর পুলিশ বৃহস্পতিবার তিনজন শ্রমিক ও একজন গ্রামবাসীর কাছ থেকে ৩৪টি মুদ্রা জব্দ করে থানায় নিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ মুদ্রাগুলো স্থানীয় সাংবাদিকদের দেখায়।