মালয়েশিয়াতে পড়তে যেতে আগ্রহীদের মিলনমেলা
মালয়েশিয়ায় পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য উইনিং ম্যাগনিটিউট এবং মেন্টরসের উদ্যোগে বাংলাদেশে ‘মালেশিয়ায় উচ্চশিক্ষা ২০১৯’ শীর্ষক এক শিক্ষামেলা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার হোটেল সারিনাতে (বাসা-২৭, রোড-১৭, বনানী, ঢাকা) মালয়েশিয়াতে পড়তে যেতে আগ্রহী শিক্ষার্থীদের এ মিলনমেলা বসে। চলবে শনিবার পর্যন্ত।
সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মেলায় শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
মেলায় মালয়েশিয়ার নামকরা সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের বিশ্ববিদ্যালয়ের জন্য মনোনীত শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন করছেন।
উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, কার্টিন ইউনিভার্সিটি, সাইবারজায়া ইউনিভার্সিটি কলেজ অব মেডিকেল সায়েন্সেস, সেগি ইউনিভার্সিটি, টেইলরস ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি, ইউনিটার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া ও ইউনিভার্সিটি অব সাউথহ্যামটন।
মেলা সম্পর্কে মেন্টরসের বাংলাদেশ প্রতিনিধি প্রদীপ রায় জানান, মেলায় শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থার সব ধরনের তথ্য তুলে ধরা হচ্ছে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীর স্পষ্ট ধারণা থাকতেই হবে। তাই এবারের এই শিক্ষামেলা অনুষ্ঠিত হচ্ছে।
এ ছাড়া মেলায় মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মান, আবেদন প্রক্রিয়া, ভ্রমণ, বাসস্থান, আইইএলটিএস সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
মেলা পরিদর্শন করতে শিক্ষার্থীদের এই লিংকে গিয়ে http://bit.ly/malaysianxpo2019 প্রাক নিবন্ধন করতে হবে।