মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় তিন ফার্মেসিকে জরিমানা
যুগান্তর রিপোর্ট , ০৯ জুলাই ২০১৯
হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাজধানীতে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। এ অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সঙ্গে অধিদফতরের পক্ষ থেকে দুটি ফার্মেসি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
সোমবার অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা রহমান ও মাসুম আরেফিন। কার্যক্রমে সহায়তা করেন শাহবাগ থানা পুলিশের সদস্যরা।
অধিদফতরের সহকারী পরিচালক আফরোজা রহমান বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শাহবাগ এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধের ওপর তদারকি করা হয়।
এ সময় মেয়াদ ছাড়া ওষুধ বিক্রির অপরাধে শাহবাগের মেসার্স মেডি কোর্স ও পপুলার মেডিকেল স্টোরকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এই দুই প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এছাড়া বেলভিউ ফার্মাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।