রক্ত আমাশা রোগীদের জন্য সুসংবাদ

রক্ত আমাশা একটি জটিল রোগ। অনেক মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মুক্তির উপায় খুঁজছেন। রক্ত আমাশার রোগীদের জন্য সুসংবাদ দিলেন একজন বাঙালি বিজ্ঞানী।

মাত্র একটি ভ্যাকসিনেই রক্ত আমাশার ৫০ জীবাণু ধ্বংস হবে। এটি যুগান্তকারী আবিষ্কার।

খুব কম খরচে নির্মূল হবে রক্ত আমাশা। ১৫ বছরের গবেষণার সফলতার ফলাফল মিলেছে। এই গবেষণার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এনআইসিইডির অধিকর্তা শান্তা দত্তর। এই রোগ হলে বিশেষ করে পাঁচ বছরের কমবয়সী শিশু বা বৃদ্ধবৃদ্ধাদের জন্য চিন্তাটাই বেশি। উপমহাদেশে রক্ত আমাশার জন্য দায়ী ৫০ ধরনের সিগেলা ব্যাকটেরিয়া। পেটের ভেতর

বৃহদান্ত্রে বাসা বাঁধে সিগেলা। রক্তজালিকা ফুটো করে দেয়। রক্তক্ষরণ হয়। কোনও কোনও সময় মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশ্বে প্রতি বছর মারা যান প্রায় ১১ লক্ষ মানুষ।

গত একশো বছর ধরে এই জীবাণুর বিরুদ্ধে লড়াই চললেও কিছুতেই সমাধান মিলছিল না। কারণ, সিগেলা অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী। ফলে কোনও ওষুধ সেভাবে কাজ করে না। তাই রোগ প্রতিরোধ জরুরি।

ঠিক এই বিষয়টি নিয়েই গবেষণা চালান এনআইসিইডির বিজ্ঞানী হেমন্ত কোলে। ১৫ বছর পর অবশেষে সাফল্য। মাত্র একটি ভ্যাকসিনেই রক্ত আমাশার ৫০ জীবাণু ধ্বংস হবে।

শান্তা দত্ত বলেন, এই আবিষ্কার অভাবনীয় সাফল্যের উদাহরণ। দেশের কাজে লাগবে ও সাধারণ মানুষ উপকৃত হবেন।

সূত্র: জি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seo