রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ৩০ নভেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। আগামী বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন শুরু হবে।

আজ সোমবার জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ১১তম সমাবর্তনে ২০১৫ ও ২০১৬ সালের স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি, এমবিবিএস, বিডিএস এবং ডিভিএম ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি ৩ হাজার ৫৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে সমাবর্তন সাংগঠনিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাবর্তন অভ্যর্থনা কমিটি, স্টিয়ারিং কমিটিসহ ১৩টি উপকমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সমাবর্তন নিয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seo