রুয়েটে সমাবর্তন ১ ডিসেম্বর

আগামী ১ ডিসেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন।

আজ বৃহস্পতিবার রুয়েটের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. সেলিম হোসেন এ সব তথ্য জানিয়েছেন। সমাবর্তনে ২০০৯-১০ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিএসসি, এমএসসি, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের তারিখ এখনো জানানো হয়নি। তবে ২০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ফি সাড়ে চার হাজার টাকা। রুয়েটের ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seo