শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার

০১ মে ২০১৯, ০২:০৮ সূত্র: প্রথম আলো

রাজধানীর আদাবরে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গৃহকর্ত্রীর নাম ইতি বেগম। আর নির্যাতিত সাত বছরের শিশু ইতিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওআইসি) ভর্তি করানো হয়েছে। নির্যাতনের শিকার শিশুটির গ্রামের বাড়ি বাগেরহাটে। বাবার নাম ইসমাইল হোসেন ও মায়ের নাম মেহেরুন।

মঙ্গলবার বেলা আনুমানিক পৌনে একটার দিকে আহসানউল্লাহ চেয়ারম্যানের মার্কেটের পাশ থেকে আদাবর থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। তার জবানবন্দি শুনে মামলা দায়ের করেন পুলিশ। শিশুটি পুলিশকে জানিয়েছে, নানা অজুহাতে বিভিন্ন সময়ে তাকে নির্যাতন করা হতো। এ কারণে সেখান থেকে পালিয়ে আসে। পরবর্তী সময়ে আদাবর থানার উপপরিদর্শক (এসআই) খুরশিদ আলম শিশুটিকে হাসপাতালে ভর্তি করান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seo